রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি::
টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার গড়পাড়া গ্রামের কুদ্দুসের ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার মথুড়াপুর গ্রামের এনামুল হকের ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ওই দিন রাতে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলেঙ্গায় দ্রুতগতি সম্পন্ন উত্তরাঞ্চলগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে একটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার শহিদুল ও এনামুল মারা যান। এছাড়াও গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক।
পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি।