বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী ও এক কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘিল এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা হতে জামালপুর যাচ্ছিল মাহি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বঘিল এলাকায় বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী ও এক কিশোর মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো এক নারী মারা যান।