রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি॥ স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে। র্যালি শেষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান ও জেলার মৎস্য চাষীরা সভায় অংশগ্রহন করে।