শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী নামক স্থানে তেলবাহী রেল ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (৩০ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী ও রেলওয়ের খুলনা এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মুজিবুর রহমান। তারা বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। পাঁচটি ট্যাংকে তেল ভর্তি রয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ চলছে।