শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
‘‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’’ এই স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা, ভূমি বিষয়ক পরামর্শ সেবা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল বুধবার সকালে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাউল করিমের সভাপতিত্বে ভূমি সেবার মানোন্নন ও সহজীকরণ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুবর রহমান শাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কমর্চারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২৩টি ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত দলিল, নাম খারিজ ও ডিসিআর প্রদান করা হয়।