শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তিন পদে ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন আগামী ১৮ মার্চ। নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক ও সাবেক উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারিক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, মোঃ আব্দুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ উমর ফারুক, মোঃ আজিম উদ্দীন সরকার, মোঃ আবু সাঈদ কাজী, সুমন চন্দ্র দাস ও মোঃ আবুল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তরু বালা রায়, মোছাঃ লায়লা বানু, মোছাঃ সিদ্দিকা জামান ও মোছাঃ বেলী আরা।