রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে দেয়াল চাপা পড়ে মো. আবুল কাশেম (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের হামিদিয়া জুট মিল এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত নির্মাণশ্রমিক ভোলার চরফ্যাশন উপজেলার রসূলপুর চৌমুহনী গ্রামের কালু বারির ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ থানা হেফজাতে নিয়ে আসে।
সহকর্মী শ্রমিক রিয়াদ হোসেন বলেন, সকাল থেকেই তারা জুট মিলের পুরাতন গোডাউন ভাঙার কাজ করছিলেন। বিকেলে সাড়ে ৫টার দিকে আবুল কাশেম দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বরেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।