মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামে সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড

মোঃ সোহেল, চট্টগ্রাম প্রতিনিধি ॥
চট্টগ্রাম নগরের স্টেশন রোডে অবস্থিত জনপ্রিয় মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে সোমবার (২৫ আগস্ট) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের নন্দনকানন কার্যালয়ের ওয়্যারহাউজ ইনস্পেকটর ইমরান হোসেন জানান, আগুনে রেস্টুরেন্টের আসবাবপত্র, সাজসজ্জা ও মূল্যবান সরঞ্জাম পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা অনুমান করা হলেও, বার কর্তৃপক্ষ দাবি করেছে তাদের ক্ষতি দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ লাখ টাকা। কর্তৃপক্ষের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে নন্দনকানন ও আগ্রাবাদ কার্যালয়ের তিনটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ নিরূপণ এখনও চলছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট একই বারটি দুষ্কৃতিকারীদের লুটপাটের শিকার হয়েছিল। তখনও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সংস্কার শেষে পুনরায় চালু করা হয়েছিল রেস্টুরেন্টটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com