বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় প্রেমিকের দা-বটির কোপে সীমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর প্রেমিক মো: ইমাম হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৮টায় দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মো: ইমাম হোসেন ভোলার চরফ্যাশন জেলার শশীভূষন থানার মো: কামালের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

নিহত সীমা আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে। তিনি স্বামী আক্তার হোসেনের সাথে দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর ছোট মসজিদ সেতু টাওয়ার এলাকায় থাকতেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: খায়রুল আলম জানান, মো: ইমাম হোসেনের সাথে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল সীমা আক্তারের। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সম্পর্কের সূত্র ধরে সীমা আক্তার প্রেমিক ইমাম হোসেনের ভাড়া বাসায় দেখা করতে এলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইমাম হোসেন সীমা আক্তারকে ঘরে থাকা দা-বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় ইমাম হোসেনকে আটক করে এবং সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তারের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com