শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

কাহারোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার খরিপ মৌসুম উপশী আউশ ধান চাষে প্রণোদনা প্রদান কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ১০ এপ্রিল বুধবার সকাল ১১ টায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রতিজন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি চত্বরে বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com