শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে কাহারোলে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, উদ্যাপন কমিটির সদস্য সচিব ডা. মোঃ শফিউল আজম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল পায়রা উড়িয়ে স্থানীয় ভাবে কাহারোলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।