বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

এক বছরে মহিলা পরিষদে ৩৪ মামলা নিষ্পত্তি

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় গত এক বছরে বিভিন্ন ঘটনায় আসা ৭২ টি অভিযোগের মধ্যে ৩৪ টি নিষ্পত্তি করা হয়েছে। মহিলা পরিষদে আসা নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা পরবতী কার্যক্রম নিয়ে বাৎসরিক প্রতিবেদন তুলে ধরা হয়েছে। নারীপক্ষ উপলক্ষে এক সংবাদ সম্মেলন জানানো হয়,এছাড়াও ৩৪ টি ঘটনার পারমর্শ দেয়া এবং ৫১টির তদন্ত ও ৪৫ টি সালিশ হয়েছে বলে জানান আয়োজকরা।

শনিবার বেলা ১২ টায় নেত্রকোনা শহরের নিউটাউন অজহর রোডের বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিলো ‘নারীর প্রতি সহিংসতা ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুণ’।

এতে মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকী’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি।
মহিলা পরিষদের জেলার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সদস্য শরীফা শহীদ বর্ষা। আলোচনা করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাব সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, আন্দোলন সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, সাফিয়া লায়েজ, নাদিয়া আক্তার শাম্মি আক্তার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com