রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা তোফাজ্জল হোসেন আজিম

হৃদয় রায় সজিব নেত্রকোনা থেকে ॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচর্চার আঁতুড়ঘর বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনটির উত্থান ও বিকাশের প্রতিটি পরতে পরতে মিশে আছে বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধুর হাতে গড়ে ওঠা এই সংগঠনটি যাত্রার শুরু থেকেই বাঙালি জাতীয়তাবোধ, মানবতাবোধ, দেশপ্রেমসহ সব মানবীয় গুণাবলির চর্চার কেন্দ্রবিন্দু। নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের কাউন্সিলর ও ২নং চাকুয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বকুল আজিমের হাত ধরে ছাত্রলীগে যোগদান করেন মোঃ তোফাজ্জল হোসেন আজিম।

নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা পড়তে পারেন, চোখের দিকে তাকালেই সাধারণ মানুষের কথা বুঝতে পারেন, একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন। নেতা যদি প্রকৃত কর্মীকে চিনতে না পারেন, কর্মীর মনের ভাষা পড়তে না পারেন, কর্মীর বিপদে-সংকটে সাধ্যমতো পাশে দাঁড়াতে না পারেন, সাধারণ মানুষের পাশে দাড়াতে না পারেন, মহামারি সংকটে পাশে দাড়াতে না পারেন তাহলে তিনি নেতা নন। খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের ভাগ্যক্রমে তারা এমনি এক নেতাকে পেয়েছেন যিনি সর্বদা নেতাকর্মীর খোজ রাখেন এবং তাদের বিপদে সর্বদা পাশে থাকেন। বলছি খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন আজিম এর কথা।

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন আজিম সাথে কথা হলে তিনি বলেন, এজনপদের প্রাণপ্রিয় নেতা, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের কাউন্সিলর ও ২নং চাকুয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বকুল আজিমের সার্বিক নির্দেশনায় আমি এগিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এই উপজেলার প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগের কর্মীরা সুসংগঠিত। আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে,কাধে কাধ মিলিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে চলেছি। খালিয়াজুরী উপজেলা বাসীর সৌভাগ্য তারা এমনি একজন নেতাকে পেয়েছেন যিনি ক্ষমতায় থাকার সময়ও যেমন দলীয় সর্বস্তরের নেতাকর্মীসহ সর্বসাধারণের পাশে দাঁড়িয়েছেন, ক্ষমতার বাহিরে থেকেও সমভাবে ছিলেন নেতাকর্মীদের পাশে, সাধারণ মানুষের পাশে।

দক্ষতার সাথে জেলা ছাত্রলীগের সমন্বয়ে অবহেলিত খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগকে অনেক গতিশীল করে তুলে সংগঠনের বিভিন্ন রকম কর্মকান্ডের মাধ্যমে এই ছাত্রনেতা। খালিয়াজুরী উপজেলার ২ নং চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ সোনা মিয়া (আজিম) এর ভাতিজা মোঃ তোফাজ্জল হোসেন আজিম।

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে স্বজনের বেশে পাশে দাঁড়িয়েছে কর্মীবান্ধব মানবিক এই ছাত্রনেতা। ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীতে কেক কেটে বিশাল মোটরসাইকেল শোডাউন বের করে কর্মীবান্ধব ছাত্রনেতা। উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এ্যাডভোকেট অজিত বরণ সরকার ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক এর আস্থাভাজন ছাত্রনেতা মোঃ তোফাজ্জল হোসেন আজিম।

দলীয় সকল কর্মকান্ড সফল করার জন্য দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করা ছাত্রনেতা আজিমের বড় চাচা মরহুম আঃ খালেক মিয়া (আজিম) দলের দুর্দিনে ২ নং চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা ১৫ বছর দ্বায়িত্ব পালন করেছেন এবং দলীয় কার্যালয় না থাকায় নিজের পৈতৃক ভিটায় দলীয় কার্যালয় করে দলের সমস্ত কর্মকান্ড পালন করেন। খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন।

ত্যাগী ছাত্রনেতা তোফাজ্জল হোসেন আজিম কে নেতৃত্ব দিলে দক্ষতার সঙ্গে সংগঠনের দ্বায়িত্ব পালন এবং গতিশীলতা ফিরে পাবে। তোফাজ্জল হোসেন আজিম এমনি মানবিক ও কর্মীবান্ধব একজন নেতা। যার জন্য খালিয়াজুরী উপজেলা বাসী আজ গর্ব করে বুকে হাত দিয়ে বলতে পারে ‘আমাদের একজন তোফাজ্জল আছে, সে তোফাজ্জল জনতার’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com