শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি: ঈদকে সামনে রেখে বেশ বেস্ত সময় পার করছেন গরুর খামারিরা। তারা বলছেন ভারত থেকে গরু না আসলে ভাল মুল্য পাবে এমনটি বলছেন ঘোড়াঘাট পৌর এলাকার সফল খামারি মালিক সাহানাজ পারভেজ।
তিনি আরো জানান কুরবানির হাট গুলোতে বিভিন্ন এলাকাসহ ভারত থেকে গরু আসতে শুরু করেছে। আর গো-খাদ্যের উপকরণের দাম বেড়ে যাওয়ায় গরুর দাম স্বাভাবিক রয়েছে বলে জানালেন।
আর মাত্র ক’দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে দিনাজপুরের ঘোড়াঘাটের প্রায় ৫/৬টি পশুরহাট বেশ জমে উঠেছে জোরেসরেই। হাটে বিভিন্ন অঞ্চল থেকে আসছে বিভিন্ন জাতের গরু দেখা যাচ্ছে।
পাশাপাশি উঠেছে মহিষও। সবমিলে এবার দেশি গরুর সরবরাহ বেশ ভালো। প্রতি গরুতে ৫-১০ হাজার টাকা বেশিতে বিক্রি হচ্ছে। তার পরেও কোনো উপায়ন্তু না পেয়ে গরু কিনছেন ক্রেতারা। ফলে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগমে পুরোপুরি জমে উঠেছে এসব পশুর হাটে।