বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

আশুড়ার বিলে নৌকাডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি::

দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর শহরে ও একজনের বাড়ি কাহারোল উপজেলায়।

আজ শনিবার বিকেল ৪ টার দিকে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে এই ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে বেড়াতে যান। তারা কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় উঠে বিল ঘুরে দেখছিলেন। বিলের মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক এক ছাত্রীসহ তিন ছাত্রকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনের চিকিৎসা চলছে। তবে এখনো কারো নাম ঠিকানা বিস্তারিত পাওয়া যায়নি।

নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত তরে জানান, নিহত ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ১ জন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী। বাকিদের নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com