রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান জেলা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা বলেন, আমাদের আবারও রাজপথে নামতে হবে, একটি গণতান্ত্রিক সরকার দরকার।
সোমবার (১৬ ডিসেম্বর) এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা এমন মন্তব্য করেন।
এসময় জাবেদ রেজা আরো বলেন, আমি আমার নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ, কেননা তাদের আমি সংগঠনের স্বার্থে বিভিন্ন সময় বকা দিলেও তারা সেই বকা শুনে আমাকে দেখে সকল দু:খ ভুলে হাসি দিয়ে একসাথে মাঠে থেকে কাজ করছে, আগামীতেও দেশের উন্নয়নে ও একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে সবাই বিএনপির পতাকাতলে থাকবেন এই প্রত্যাশা।
জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুসংগঠিত দল আর বান্দরবান জেলা বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছেন।
এসময় বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যচিং।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাই মং মার্মা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জামান, সদস্য সচিব চনু মং মারমাসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।