বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
আটোয়ারী প্রতিনিধি::
পঞ্চগড়ের আটোয়রিী থেকে নিয়োগ বাণিজ্য করে রাতের আধাঁরে ভূয়া উদয়ন সমাজ কল্যান সমিতির এরিয়া অফিস উধাও হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে জুলাই/২০ মাসে সংস্থাটি আটোয়ারী উপজেলার কিসমত রসেয়া গ্রামের মো. কফিলউদ্দীনের পুত্র ইয়াছিন আলীর প্যারিশ সিমোর উত্তর পার্শ্বে বড়দাপ গ্রামের পাকা বাড়িতে ভাড়া নিয়ে এরিয়া অফিস হিসাবে কার্যক্রম শুরু করে। এরিয়া ম্যানেজার মো. রমজান আলী, পিতা- কাছিমউদ্দীন(কান্ডারু) গ্রাম- কিসমত তেওরীগাঁও, পুরাতন গড়েয়া, উপজেলা + জেলা- ঠাকুরগাঁও। উক্ত এরিয়া অফিসে বাহিরে উদয়ন সমাজ কল্যাণ সমিতি, যাহা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক রেজি নং ৩৮/৮৯(বরগুনা), এনজিও ব্যুরো কর্তৃক রেজি.নং ২২১১ এবং রিট পিটিশন মোং নং ১১৫২৩/১৯ এর আদেশে সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমতি লেখা সম্বলিত সাইন বোর্ড দেখা যায়। এরিয়া অফিসের ম্যানেজার রমজান আলীকে উক্ত সমিতি কর্তৃক নিয়োগ পত্র ও সমিতির শাখা খোলার অনুমতি পত্র দেখাতে বললে তিনি শাখা খোলার অনুমতির কোন কাগজ-পত্র ও নিয়োগ পত্র দেখাতে পারেননি।
ম্যানেজার কর্তৃক প্রদত্ত কাগজ পত্রে দেখা যায়, উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি যার রেজি. নং ১৫১৫২, স্থাপিত ২০২০খ্রি. নামের একটি সংস্থার পেডের পাতায়, আটোয়ারী এরিয়া অফিসের সাত জন স্টাফ ও ১৮ জন মাঠকর্মীর নামের তালিকা রয়েছে। তাদের মধ্যে পাচঁ জনকে উদয়ন সমাজ কল্যাণ সোসাইটির নিয়োগ পত্র দেয়া হয়েছে যা মো. জাহিদুর রহমান খাঁন, পিতা-মৃত হায়দার আলী খাঁন, ইউনিয়ন কাঠালতলী,গ্রাম-কালীপুর, উপজেলা- পাথরঘাটা, জেলা- বরগুনা ও চেয়ারম্যান উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি কর্তৃক স্বাক্ষরিত। বাকীদের কোন নিয়োগ পত্র দেয়া হয় নাই।
সংস্থাটি কী কী কাজ করবে মর্মে জানতে চাইলে এরিয়া ম্যানেজার মো. রমজান আলী জানান, বায়ুমন্ডলে কার্বন হ্রাসকরণ, স্বাস্থ্য, সিটি ব্যাংক কর্মী, রুপালী ব্যাংক কর্মী ও শিশু শিক্ষা সহ একটির পর আরেকটি প্রকল্প নিয়ে কাজ চলতে থাকবে। শিশু শিক্ষা কার্যক্রমের ছাত্র/ছাত্রী ভর্তি ফরমে দেখা যায় সোনালী হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট এসিস্টেন্সি প্রোগ্রাম পরিচালিত শিশু বিজ্ঞান কিন্ডার গার্ডেন স্কুল যা বাস্তবায়নে উদয়ন সমাজকল্যাণ সোসাইটি। এ প্রকল্পে প্রতিটি ওয়ার্ডে দুইটি করে স্কুল চলবে। অফিস স্টাফ, মাঠকর্মী ও স্কুল শিক্ষকদের নিকট হতে জানা যায়. এসকল অফিস স্টাফদের নিকট ৫০ হাজার থেকে এক লক্ষ, মাঠকর্মীদের নিকট ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা ও স্কুল শিক্ষকদের নিকট ছয় হাজার করে টাকা উৎকোচ নেয়া হয়েছে। যাদের কাছে এক লক্ষ টাকা নেয়া হয়েছে তাদেরকে ৫০ হাজার টাকার রিসিভ রশিদ দেয়া হয়েছে যা উদয়ন সমাজ কল্যাণ সমিতির রশিদ কিন্তু স্বাক্ষর রয়েছে মো. বুলেট চৌধুরী নামে উদয়ন সমাজ কল্যাণ সোসাইটির প্রকল্প পরিচালক হিসেবে। উদয়ন সমাজ কল্যাণ সোসাইটির কর্পোরেট অফিস বীরগঞ্জের আওতায় গত মার্চ/২০ মাস থেকে উদয়ন সমাজ কল্যাণ সমিতির সাইন বোর্ড ব্যবহার করে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় মোট ৩২টি এরিয়া অফিস চালু করে জনবল নিয়োগ দেয়া হয়েছে এবং হচ্ছে।
অফিস স্টাফ ও মাঠকর্মীদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, এরিয়া অফিস চালু করার ও নিয়োগ বাণিজ্যের প্রধান হলেন- ১। মো. জাহিদুর রহমান খাঁন, পিতা-মৃত হায়দার আলী খাঁন, ইউনিয়ন কাঠালতলী,গ্রাম-কালীপুর, উপজেলা- পাথরঘাটা,জেলা- বরগুনা ও চেয়ারম্যান উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি। ২। তোজাক্কের হোসেন চৌধুরী (বুলেট), পিতা-খাজা বোরহান উদ্দীন চৌধুরী, ১১নং মরিচা ইউনিয়ন, গ্রাম- মরিচ,উপজেলা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুর, প্রকল্প পরিচালক উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি ও জেলা ব্যবস্থাপক উদয়ন সমাজ কল্যাণ সমিতি। ৩। সবুজ মাহমুদ, পিতা-শামসুল হক, গ্রাম- ঘনিবিষ্টপুর( গেদিপাড়া) থানা-রুহিয়া, উপজেলা+ জেলা – ঠাকুরগাঁও। সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) উদয়ন নমাজ কল্যাণ সোসাইটি। ৪। শ্রী খোকন চন্দ্র সরকার,পিতা-জগেন চন্দ্র সরকার, গ্রাম- কিসামত তেওরীগাঁও(মাঝপাড়া), পুরাতন গড়েয়া, উপজেলা+ জেলা- ঠাকুরগাঁও, সহকারী মহাব্যবস্থাপক (অর্থ বিভাগ) উদয়ন নমাজ কল্যাণ সোসাইটি। ৫। মো. রমজান আলী, পিতা-কাছিম উদ্দীন, গ্রাম- কিসামত তেওরীগাঁও(মাঝপাড়া), পুরাতন গড়েয়া, উপজেলা+ জেলা- ঠাকুরগাঁও, এরিয়া ম্যানেজার আটোয়ারী,উদয়ন নমাজ কল্যাণ সোসাইটি। ৬। হাসিবুল ইসলাম(হাসু) পিতা- বাবলু হক, গ্রাম- ঘনিবিষ্টপুর, থানা-রুহিয়া, উপজেলা+ জেলা – ঠাকুরগাঁও। শাখা ব্যবস্থাপক, উদয়ন নমাজ কল্যাণ সোসাইটি। ৭। আল- আমিন হোসেন, পিতা- সরিফুল আলম, গ্রাম- ঘনিবিষ্টপুর, থানা-রুহিয়া, উপজেলা+ জেলা – ঠাকুরগাঁও। মাঠকর্মী (স্বাস্থ্য বিভাগ) উদয়ন নমাজ কল্যাণ সোসাইটি। ৮। মো. গোলাম রব্বানী,পিতা- মো. আলম, গ্রাম- ঘনিবিষ্টপুর, থানা-রুহিয়া, উপজেলা+ জেলা – ঠাকুরগাঁও। মাঠকর্মী (শিশু শিক্ষা) উদয়ন নমাজ কল্যাণ সোসাইটি।
এ ব্যাপারে উদয়ন সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান কারুজ্জামান মোস্তফার সাথে ০১৮৭৮৯৪৭৮১৮ মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের কোন সহযোগী সংস্থা নেই। তোজাক্কের হোসেন চৌধুরী তাদের জেলা ব্যবস্থাপক, তাকে কোন এরিয়া অফিস চালু করা বা নিয়োগ দেয়ার দায়িত্ব দেয়া হয়নি। তিনি জানতে পেরেছেন ” উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি নামে তারা একটি সংস্থা চালু করেছেন কিন্তু তা এখনও রেজিস্ট্রেশন হয়নি। তিনি জানান, যেহেতু তিনি বিষয়টি জানতে পারলেন যে,উদয়ন সমাজ কল্যাণ সমিতির সাইন বোর্ড ব্যবহার করে নিয়োগ বাণিজ্য করছেন সেহেতু তার বিরুদ্ধে আইনী ব্যববস্থা নিবেন। এব্যাপারে মো. জাহিদুর রহমান খাঁনের সাথে ১৩০১২২৩৪৪০ মোবাইলে যোগাযোগ করা হলে ফোনের সুইচ অফ দেখায়। তোজাক্কের হোসেন চৌধুরী (বুলেট) এর সাথে ০১৩১৫২৫১০০২ নম্বর ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিনিধির সাথে দেখা করবেন বলে বিষয়টি এরিয়ে যান। আটোয়রিী থেকে নিয়োগ বাণিজ্য করে রাতের আধাঁরে ভূয়া উদয়ন সমাজ কল্যান সমিতির এরিয়া অফিস উধাও সর্ম্পকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার, আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন বিষয়টি এরিয়া অফিস থাকার সময় জানতে পারলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া যেত। বর্তমানও ঠাকুরগাঁও সদর ও রুহিয়ায়া থানার কর্নফুলী সিনেমা হল মার্কেটে এরিয়া অফিস চালু থাকার ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন, উপ পরিচালক ঠাকুরগাঁও জেলা সমাজ সেবা অধিদপ্তর মোছা: সাইয়েদা সুলতানা ও রুহিয়া থানার ওসিকে বিষয়টি জানানো হয়। বোদা পৌরসভার এরিয়া অফিস সম্পর্কে পঞ্চগড় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালত অনিরুদ্ধ কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. সলেমান আলী ও উপজেলা সমাজ সেবা অফিসার তৌকির আহম্মেদকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত সংস্থাটি পুরোদমে চলছে।