শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ সোমবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে এবং মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়ের সঞ্চালনায় মনিটরিং সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জাফরুল্লাহ, মোঃ আনিসুর রহমান ও মোঃ শাহান পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আয়শা নুরু, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, বিএফএ জয়েন্ট সেক্রেটারী মোঃ আব্দুস সালাম মিন্টু, বিএডিসি প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, বিসিআইসি প্রতিনিধি যথাক্রমে সমেন্দ্র নাথ সরকার, মোঃ তাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সামসুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com