মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃঃ
বৃহত্তর ফরিদপুরের জেলা সমবায় কর্মকর্তা ও স্থানীয় সমবায়দের এক মতবিনিময় ২৪ জানুয়ারী বুধবার সকাল ১১টায় ফরিদপুর জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। এসময় আরো বক্তব্য রাখেন সৌখিন বহুমখি সমবায় সমিতির সভাপতি মোঃ ইউনুস শিকদার,ফরিদপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ ওমর আলী ও ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সাধারন সম্পাদক রইচ উদ্দীন সোহেল প্রমুখ।