মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন হাবিবুর

সেঞ্চুরির পর হাবিবুর।

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের উদীয়মান ওপেনার হাবিবুর রহমান সোহান রাইজিং স্টারস এশিয়া কাপে ইতিহাস গড়লেন। হংকং চায়নার বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি হয়ে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান।

এর আগে ২০২০ সালের বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন পারভেজ হোসেন। আজ দোহায় সেই রেকর্ড ভেঙে দিলেন হাবিবুর।

গ্রুপ ‘এ’–র ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন হাবিবুর। প্রথম ওভারেই মারেন তিনটি ছক্কা। এরপর আরও চার-ছক্কার বন্যা। পুরো ইনিংসে ১০টি ছক্কা, সবকটিই পাওয়ার প্লেতে। ফলে পাওয়ার প্লেতে বাংলাদেশ ‘এ’ দল তোলে অবিশ্বাস্য ১০৭ রান, যার ৮৮ রানই আসে হাবিবুরের ব্যাট থেকে-মাত্র ২৫ বলে।

অন্য ওপেনার জিশান আলম ততটা দ্রুত স্কোর না তুললেও ছন্দে ছিলেন। ১৪ বলে করেন ২০ রান। সপ্তম ওভারে আউট হয়ে ফেরেন তিনি।

ইনিংসের প্রথম ২৪ বলে ৮৮ রান করে হাবিবুরের সামনে ছিল টি–টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি (সাহিল চৌহান– ২৭ বল) ভাঙার সুযোগ। তবে পরের দুই বলে ছক্কা মারা হয়নি, আর শেষ ১২ রান তুলতে লাগে ১১ বল। শেষদিকে স্ট্রাইকও খুব একটা পাননি তিনি।

শেষদিকে মাঠ মাতান অধিনায়ক আকবর আলী। চার নম্বরে নেমে ১৩ বলে অপরাজিত ৪১ রান, যার ৩৬ রানই ছক্কায়। কিঞ্চিত সাহার করা ওভারের শেষ ৫ বলে মারেন ৫ ছক্কা। ৮ উইকেটের বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।

তবে বোলিংয়ে ছিল কিছু উদ্বেগের জায়গা। প্রথম ১০ ওভারে ৬৫ রান দিলেও শেষ ১০ ওভারে দিতে হয় ১০২ রান। শেষ ওভারে আবু হায়দার দেন ২৬ রান। তাতেই হংকং তুলতে পারে ১৬৭। তাদের হয়ে বাবর হায়াত খেলেন দলের সেরা ইনিংস-৪৯ বলে ৬৩ রান। দারুণ ব্যাটিং ঝড়ে দিনটা বাংলাদেশের হলেও বোলিং নিয়ে ভাবার কিছু কাজ রয়ে গেলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com