রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

১৮ মার্চ থেকে বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার:: মহামারি করোনাভাইরাসের পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলা অনলাইনে হবে কি-না এমন গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত আগামী ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হতে হচ্ছে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, আজ (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।

কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এখনো ঠিক হয়নি। তবে ইচ্ছা আছে রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত। যদি কোনো আপত্তি উঠে সেটা বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিরি ওপর সেটা বিবেচনা নেবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com