রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: আগামীকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রগুলোতে কোনো রকম প্রবেশ ফি ছাড়াই প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পর্যটকদের জন্য এ ছাড় ঘোষণা করেছে।
আগামী ১৬ ডিসেম্বর একদিনের জন্য মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক, নীল দিগন্তসহ জেলার সাত উপজেলার জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রে এ সুবিধা থাকবে।
এদিকে ১৬ ডিসেম্বর থেকে টানা ৩ দিনের ছুটি হওয়ায় বান্দরবানের সব হোটেল-মোটেল গেস্ট হাউসগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে। পর্যটকদের বরণ করতে প্রস্তুত হয়ে আছে জেলার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
হোটেল হিল সিটি আবাসিকের মালিক দিদার হোসেন বলেন, ১৬ ডিসেম্বর থেকে টানা ছুটি হওয়ায় প্রচুর পর্যটকের আগমন ঘটবে পর্যটন নগরী বান্দরবানে আমাদের হোটেলের সব রুম বুকিং হয়ে গেছে। স্বপ্ন বিলাস রিসোর্টের মালিক সোহেল বলেন টানা ৩ দিন ছুটি থাকায় আমাদের রিসোর্টের সব রুম ৩ দিনের জন্য বুকিং হয়ে গেছে অনেকে রুমের জন্য ফোন দিচ্ছে তাদের রুম দিতে পারছি না।
শীত মৌসুম পর্যটন মৌসুম প্রতি বছর শীত মৌসুমে প্রচুর পর্যটকের আগমন ঘটে পার্বত্য জেলা বান্দরবানে। তার ওপর টানা ৩ দিনের ছুটি থাকায় এ আগমন আরও দুই তিনগুণ বেড়ে যাবে। জেলার সব হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।