মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

স্বাধীনতা পুরস্কারে ভূষিত আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি:: স্বাধীনতা পুরস্কার ২০২৪ এ ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান এসএম আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৮ মে) বিকালে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. দীপু মনি বলেন, অর্থনৈতিক সংকট সত্বেও সরকার দরিদ্র মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকার দেশের অনেক উন্নয়ন করেছেন। তিনি আরো বলেন, আব্রাহাম লিংকন অপরিসীম ত্যাগ আর নিষ্ঠা নিয়ে জাদুঘরটি প্রতিষ্ঠিত করেছেন। তিনি তাঁর জীবনকে মুক্তিযুদ্ধের চেতনা প্রসার ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজে নিয়োজিত করেছেন। তাই রাষ্ট্র যথার্থভাবে তাঁকে মূল্যায়ন করেছে।

এ সময় কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, জেলা আইনজিবি সমিতির সভাপতি খুরশিদ আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরি, বীর মুক্তিযোদ্ধা উদয় চক্রবর্তী, শিক্ষাবিদ নন্দিতা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, মোহাম্মদ আফজাল, এমদাদুল হক প্রমুখ।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, কুড়িগ্রাম প্রেসক্লাব, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী-পেশার মানুষ স্বাধীনতা পুরস্কার ২০২৪ এ ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান এসএম আব্রাহাম লিংকনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন ও ১৯৭৩ সালে কুড়িগ্রামে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের স্মারক উন্মোচন করেন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী কুড়িগ্রাম সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন

উল্লেখ্য, কুড়িগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী, মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক, কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা, একুশে পদকে ভূষিত অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন সম্প্রতি তাঁর নানামুখী কাজের স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “স্বাধীনতা পুরস্কার ২০২৪” এ ভূষিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com