মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

সালমান এফ রহমানসহ ৬ শতাধিক আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

সালমান এফ রহমানসহ ৬ শতাধিক আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক:: দোহার নবাবগঞ্জের সাবেক সাংসদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ প্রায় ৬ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ থানায় শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়। কলাকোপা খন্দকার হাটির আব্দুল লতিফের ছেলে এস এম আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এজাহারে বাদী অভিযোগ করেছেন গত ৩০ জুলাই নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করলে সে গুরুতর আহত হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের উপর ককটেল ছুড়ে বলেও এজাহারে উল্লেখ করেছেন। নবাবগঞ্জ থানায় দায়ের হওয়া এটি দ্বিতীয় মামলা।

এর আগে গত ২ সেপ্টেম্বর আরো একটি মামলা হয়। এছাড়া ২৫ আগস্ট দোহার থানায় একটি মামলা হয়। এসব মামলায় সালমান এফ রহমানকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ্য করে প্রধান আসামী করা হয়েছে। মামলায় নবাবগঞ্জের সাবেক এমপি খন্দকার হারুনুর রশিদ, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান, ভাতিজা ইফতেখার আহমেদ ওরফে হৃদয় মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ ২৩৩জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত বলেন, ৩০ জুলাই তাঁদের কোনো কর্মসূচী ছিলো না। বাদী মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এমনটা অনেকেই জানেন। শুধু মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি ও এলাকা থেকে বিতারিত করতেই এ মামলা সাজানো হয়েছে। প্রশাসন তদন্ত করলেই এর সত্যতা পাবে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, থানাকে যাচাই বাছাই করে মামলা নিতে বলা হয়েছে। যাতে কোনো নিরীহ মানুষ মামলায় হয়রানি না হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com