শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ পিস পিপিই দিয়েছেন প্রকৌশলী মুহাম্মদ সাইদুর রহমান

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ পিস পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট(পিপিই) প্রদান করেছেন প্রকৌশলী মুহাম্মদ সাইদুর রহমান।

শনিবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের কাছে এগুলো প্রেরণ করেন।

শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ভূইচিত্র গ্রামের সন্তান প্রকৌশলী সাইদুর রহমান। বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার ও মেরিণ ইঞ্জিনিয়ারিং পাস করে একটি বহুজাতিক তেল গ্যাস কোম্পানীতে কর্মরত। উচ্চতর প্রশিক্ষনের জন্য গিয়েছিলেন মালয়েশিয়া। ঢাকায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তারদের প্রয়োজনীয় পিপিই নেই দেখে ব্যাথিত হন। নিজ এলাকার প্রতি দায়িত্ববোধের কারণে সেখান থেকে যোগাযোগ করেন শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সাথে। তিনি যোগাযোগ করিয়ে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামরে সাথে। ডাঃ রেজাউল ইসলাম হাসপাতালের পিপিই’র চাহিদা প্রেরণ করলে সাইদুর রহমান নিজ অর্থায়নে এগুলো সংগ্রহ করে দেন। অন্তর্মুখী সাইদুর রহমান প্রথমে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন। পরে তাকে দেখে যদি কেউ উৎসাহিত হয় একারণে রাজি হন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ডাক্তাররা রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পিপিই’র অভাবে আতঙ্কিত ছিল। প্রকৌশলী সাইদুর রহমান প্রয়োজনের সময় এগিয়ে এসেছেন। যার যার অবস্থান থেকে এভাবে এগিয়ে আসলে করোনা ভাইরাস প্রতিরোধ সহজ হবে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, প্রকৌশলী সাইদুর রহমান খুবই ভাল উদ্যোগ নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com