শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি::
করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য সরকার সারা দেশে লকডউন করেছে। এতে করে দৈনন্দিন খেটে খাওয়া বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বধ্যতামুলক কর্মবিমুখ হয়ে নিজ নিজ বাড়িতে আটকা পড়েছে। আয়-উপার্জনহীন এসব মানুষদের অভাব এখন নিত্যদিনের সাথী। তাই মানুষের এই দুর্দিনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের দুই হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
গত শুক্রবার (১০ এপ্রিল) থেকে উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই বিতরণ ব্যাবস্থা।
এর মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে ৮ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবন, একটি সাবান ও একটি মাস্ক। লোক সমাগম না ঘটিয়ে নিজ বাড়িতে বসে প্যাকেট তৈরী করে প্রতিদিন অটোরিক্সা ও ভ্যানগাড়িতে ভরে সকাল-বিকাল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরন করা হচ্ছে এ সব উপকরণ। লোক জরো করে নিজেকে জাহির না করে সরকারি বিধিমালা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাবার সামগ্রী বিতরন করায় সচেতন মহলসহ সাধারণ মানুষ বেশ খুশি।