শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শ্রীনগর আল-আমিন আদর্শ যুব সংঘ উদ্যেগে ১৬৫ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে করোনা প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে আল আমিন আদর্শ যুব সংঘের উদ্যেগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ১৫৫টি এবং মধ্য কামার গাঁওয়ের ১০টি সহ মোট ১৬৫ পরিবারের তালিকা করে সংগঠনটি নিজ দায়ীত্বে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ৫ কেজি পেয়াজ, ২ কেজি ডাল, ২ লিটার তেল ও একটি সাবান পৌছে দেন।

আর এ মহতি উদ্যেগে আর্থিকভাবে সহযোগীতা করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ইতালী প্রবাসী রফিকুল ইসলাম বাবু মুন্সী, মোঃ সয়েব মোড়ল, মোঃ সফিকুল ইসলাম শিপন, সহিদুল ইসলাম ঝন্টু, মামুন ফকির, মো: টিপু, মো, হবি, মাসুদ রানা রুবেল, আদনান শামীম, রফিক মোল্লা সহ সংঘঠনটি অন্যতম প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী মো: শাহ আলম।

উল্লেখ্য, ভাগ্যকুল ২ নং ওয়ার্ডের প্রবাসী যুবকরা এই ব্যত্যিক্রমী উদ্যেগটি নিয়েছে। তারা আদর্শ যুব সংঘের ব্যানারে একটি সমবায় পদ্ধতির মাধ্যমে অত্র এলাকার বেকার যুবকদের কর্মসংস্থার ব্যবস্থা ও একটি কমিনিউটি ক্লিনিক স্থাপন করা সহ পরিবেশ দুষন ও একটি আদর্শ সমাজ গঠনে কার্যকরি ভুমিকা রাখার পরিকল্পনা রয়েছে।

এব্যপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী মোঃ বাবু মুন্সী জানান, বর্তমানে আমি দেশের বাইরে অবস্থান করছি। চেষ্ঠা করেছি আমাদের অরাজনৈতিক সংগঠনটি এ দু:সময়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে। যদি মানুষের সমাজের জন্য কিছু করার খাকে পৃথিবীর যে কোন প্রান্ত খেকে করা য়ায়। খাদ্য পন্য বাড়ি বাড়ি পৌছে দেয়া ব্যাপারে তিনি বলেন আমার এলাকার মানুষের সম্মান আমাদের আমানত, অন্যের সম্মান রক্ষা করলে নিজের সম্মান বাড়ে আর তাছাড়া মানুষের সুখ দু:খের সত্যি কারে সামিল হতে হলে মানুষের বাড়ি বাড়ি যেতে হয় মানুষকে ডেকে এনে লাইনে দ্বার করিয়ে ছবি তুলে নয় !

মোঃ কিশলু মুন্সী, নীল চান, মোঃ রাসেদ, মিলন শাওন, সাজ্জাদ, রবিউল, মিঠুর স্বেচ্ছাশ্রমে এই কর্মসুচিকে বাস্তবায়িত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com