শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে (ফুটবল প্রতিক) বিজয়ের লক্ষে শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মমিন আলী। মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম খোকন, হাসাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনছুর মাঝি, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনায়েত হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন।
এ সময় আলহাজ্ব মমিন আলী এলাকার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তার প্রতিক ফুটবল মার্কার ভোট চান।