শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শ্রীনগরে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ মানছেনা অনেকেই

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা, ভাগ্যকুল ও আল-আমিন বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ মানছে না অনেকেই। প্রতিদিন সকাল ৮ টা থেকে দিনব্যাপী এসব বাজারে মাছপট্রি, তরকারি পট্রি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপন্য সামগ্রীর দোকানে শতশত নারী ও পুরুষের সমাগম ঘটছে।

এমন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ (মঙ্গলবার) বেলা সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলিয়াছ হোসেনের নেতৃত্বে একটি টিম উপজেলার বাঘরা, ভাগ্যকুল ও আল-আমিন বাজারে উপস্থিত হয়। তাদের উপস্থিতি টের পেয়ে লোকজন ছুটাছুটি করে যার যার মতে সটকে পরে। এসময় নির্বাহী ম্যজিষ্ট্রেট বাজার গুলোর বিভিন্ন দোকানে গিয়ে পন্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা ও দুপুর ১ টার পর থেকে সব দোকান বন্ধের নির্দেশ দেন। মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে আল-আমিন বাজারের আল-মদিনা ফার্মেসীর মালিক মহসিনকে ৫ হাজার ও আপন মেডিকেলের মালিক মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com