শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে এক মুক্তিযোদ্ধার উদ্যোগে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করেন ও তার বাড়ীর ভাড়াটিয়াদের ভাড়া ও রিক্সা চালকদের জন্য গ্যারেজ ভাড়া মওকুফ করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার বেজগাঁও বেবিষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় শ্রীনগর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন খান তার মুক্তিযোদ্ধা ভাতার অর্থসহ নিজস্ব অর্থায়নে ৩০০ কর্মহীন পরিবারের মাঝে এই চাল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ডালু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফা মোঃ নোমান, সদস্য মেহেদী হাসান রতন, শেখ আলী আকবর, সোহেল রাজ, মনির শেখ, সিরাজ শেখ, মামুন শেখ, জসিম রহমান প্রমুখ।