শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পার্ঘ্য অর্পণ ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহী বি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, হারুন অর রশিদ, আবু হানিফা নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত প্রমুখ।