শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে পিপিই বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শ্রীনগর থানায়এ পিপিই বিতরণ করা হয়। বাংলাদেশের মানুষ যখন ঘরে লকডাউন। তখন পুলিশ বাহিনী আমাদের সুরোক্ষা দেওয়ার জন্য রাস্তায়। তাদের সুরক্ষার কথা চিন্তা করে এপারেল বাংলা সোরসিং লিঃ এর মালিক মোঃ তুষার চৌধুরীর এর পক্ষ থেকে লিংকন এর মাধ্যমে আমাদের হরপাড়া তরুন সংঘকে ১০০ পি,পি,ই ও ২০০ মাকস প্রেরন করেন। আমরা সেগুলো শ্রীনগর থানায় হস্তান্তর করলাম।