শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে নতুন করে ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শ্রীনগর উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
রেজাউল ইসলাম জানান, নতুন ৩জনের মধ্যে ২জন নারী ও ১জন পুরুষ। তাদের মধ্যে ১ নারী পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের পূর্বে আক্রান্ত ব্যক্তির পুত্রবধু। অপর দুইজন উপজেলার গোল্ডেন সিটির এক এডভোকেটের ভবনে ভাড়া থাকেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। স্বামী একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
তিনি আরো জানান, গত ১৬ এপ্রিল পর্যন্ত এই উপজেলা থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ৩৬ জনের নমুনা পাঠানো হয়েছে। ১৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৪ জনের নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, গোল্ডেন সিটির বাড়িটি শুক্রবার দুপুরেই লগডাউন করা হয়েছে। ওই বিল্ডিংয়ের আশপাশের বিল্ডিং গুলোতে বসবাসরত মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কেউ তা ভঙ্গ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পাটাভোগ ইউনিয়নের ফৈনপুরের বাড়িটি আগে থেকেই লগডাউনে রয়েছে।