শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি::
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে জাতিয় দুর্যোগ ঝুঁকি প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রহিমা আক্তারের সভাপতিত্বে র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএ্ও মোঃ রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান ফিরদৌস, সমাস সেবা কর্মকর্তা মাহফুজা পারভিন চৌধুরী, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস, শ্রীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফ হোসেন, শ্রীনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, ষোলঘর ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম, কোলাপারা ইউপির চেয়ারম্যান নেছার উল্লাহ সুজন প্রমুখ।