শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২ টায় শ্রীনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোঃ মোখলেছুর রহমানের নিজস্ব অর্থায়নে ৯টি ওয়ার্ডে ৮০০ পরিবারের মাঝে ১০ কেজী চাউল, ৩ কেজী আলু, ১ কেজী ডাল, ১ কেজী ভোজ্যতেল ও মাস্ক ঘরে ঘরে পৌছে দেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, নারী নেত্রী আছিয়া আক্তার রুমু, বিকল্পধারা নেতা শহিদুল্লাহ কামাল ঝিল্লু, মোঃ আলমগীর কবির, নাদিম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।