শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
বুধবার দুপুরে উপজেলার হাসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ও সাধারন সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে হাসাড়া আশ্রায়ন প্রকল্পের ৬০ টি পরিবার সহ ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারমান রেহানা বেগমসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ।