শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শৈলকুপায় মাসব্যাপী শোক পালন কর্মসূচী শুরু

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় মাসব্যাপী শোক পালন কর্মসূচী শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) শৈলকুপা উপজেলা শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী শোক পালনে নানা কর্মসূচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে পহেলা আগষ্ট বুধবার উপজেলার সর্বত্র একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাতিক ভাষন প্রচার করা হয়েছে। ১৪টি ইউনিয়নে আসাফোর ইউনিয়ন শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বাংলা উচ্চারণ ও অনুবাদসহ কোরআন শরিফ পৌছে দেয়া হয়। বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় যথাক্রমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও উপাসনার আয়োজন করা হয়।
পরে সন্ধ্যায় শৈলকুপা উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলণ করা হয়। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজলের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি মাসব্যাপী শোক পালনে এসকল কর্মসূচী অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com