শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ আনন্দঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দোহার নবাবগঞ্জ এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলার অনুষ্ঠান। শুক্রবার সকাল থেকে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
দুই উপজেলার প্রায় দুই শতাধিক বন্ধুর পরিবার নিয়ে এ অনুষ্ঠানে যোগদান করে। উদযাপন কমিটির আহবায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক আজহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জের প্রায় ১৫টি স্কুল অংশ নেয়।
এসময় পুরনো বন্ধুদের পেয়ে সবাই প্রাণ খুলে আনন্দ উল্লাসে দিনটি পার করে। স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করে অনুষ্ঠানস্থলের সবুজ ঘাসের মাঠে সবাই মিলে মনোরম পরিবেশে সময় কাটায়। অনুষ্ঠানে কাঁকতালীয়ভাবে সংহতি প্রকাশ করে আনন্দ ভাগাভাগি করেত আসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেপি স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম।

অনুষ্ঠানে প্রতিটি বন্ধুকে নানা উপহার সামগ্রী বিতরণ শেষে বিকেলে শিশুদের কুইজ প্রতিযোগতা , নারীদের চেয়ার সেটিং র্যাফিল ড্র পুরস্কার ও ৩০ পাউন্ড কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে সৌজন্য উপহার দিয়ে সহযোগিতা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল,বনশ্রী বির্ল্ডাসসহ কয়েকটি প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলো ৯৫ব্যাচের বন্ধু রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন, এশিয়ান টিভির ডিজিএম শাহজাহান সেন্টু, ডা. রুহুল আমিন টিপু, ডা. এবিব, খালেদ মৃধা সুমন, শাখাওয়াত হোসেন সেলিম, জাকির হোসেন, মো. কয়েস, ফারুক হোসেন, শাহিনুর রহমান, তাজনিন শিখা, শাহিনা খানম, আয়শা রহমান প্রমুখ।