শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

রাজিবপুরে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে নাশকতার মামলায় যুবদল নেতা মোঃ লুৎফর রহমান (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লুৎফর রহমান মোহনগঞ্জ ইউনিয়নের ২ ওয়ার্ডের আব্দুল শেখের পুত্র ও যুবদলের সহ-সভাপতি।

পুলিশ জানায়, শুক্রবার (১ ডিসেম্বর) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি লুৎফর রহমানকে বড়বেড় চর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গত ৫ নভেম্বরের নাশকতার মামলায় এজাহারনামীয় আসামি লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com