মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।

রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার পর মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর গলিতে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে।

পরে দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল আহসান সাধনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে মধ্য বাড্ডায় কামরুল আহসান সাধনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে লোকজন তাকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় গুদারাঘাট এলাকায় চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন কামরুল আহসান। ওই সময় দুজন তাকে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা সম্পর্কে জানার চেষ্টা চলছে।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে। তবে কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com