রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

রমজানের আগেই নির্বাচন: তারেক রহমানের প্রস্তাবকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ॥
লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন, যা প্রধান উপদেষ্টা স্বাগত জানিয়েছেন।

আজ, শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় বলে মত দিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জানান, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা সম্ভব।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়ে দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই বৈঠককে দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com