বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে ৩ দিনে ১৬০৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধিঃ সরকার ঘোষিত লকডাউনে ময়মনসিংহে তিন দিনে ১ হাজার ৬০৭ মামলায় ১১ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (০৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত অভিযানে ৫১২টি মামলা করা হয়। এসব মামলায় ৩ লাখ ৮১ হাজার ৫৭৫ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে দ্বিতীয় দিন শুক্রবার জেলায় ৫৭০টি মামলায় জরিমানা করা হয় ৪ লাখ ৬ হাজার ৬৯৫ টাকা এবং প্রথম দিন বৃহস্পতিবার জেলায় ৫২৫ মামলায় ৩ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে আগের দুই দিনের তুলনায় শনিবার নানা ইস্যুতে সড়কে মানুষের বের হওয়ার প্রবণতা কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। তবে প্রশাসন এ দিনও কঠোর অবস্থানে ছিল। সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন স্থানে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন। সন্ধ্যার পর নগরীর অলিগলিতে টহল জোরদার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com