শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

মোচিক শ্রমিক-কর্মচারীদের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি:: জাতীয় মজুরী স্কেল ২০১৫ মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী -কর্মকর্তারা। সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমন্বয় পরিষদের উদ্যোগে ও মোচিক চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে এ আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ র‌্যালী ও আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

সোমবার সকালে মোচিক মেইন গেট থেকে আনন্দ র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিল গ্যারেজের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমুল, সাংগঠনিক সম্পাদক কবির হুসাইন, কোষাধক্ষ নজরুল ইসলাম, আব্দুস সাত্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com