শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

মানুষ বাচাঁনোই এখন বড় রাজনীতি! সাংসদ মাহি বি. চৌধুরী

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

আওয়ামী লীগ, বিএনপি, জাতিয়পার্টি কিংবা বিকল্পধারা নয়; দলমত নির্বিশেষে করোনাভাইরাস থেকে মানুষ বাচাঁনোই এখন বড় রাজনীতি।

রোববার (৫ এপ্রিল) মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি. চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন।

তিনি মানুষের এই দুঃসময়ে ভোটের রাজনীতি কিংবা গনজমায়েতের মাধ্যমে প্রচার না করে সরকারি বিধিমালা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরনের আহবান জানান। এমপি’র পক্ষ থেকে তার একান্ত সচিব শহিদুল্লাহ কামাল ঝিলুর নেতৃত্বে শ্রীনগর করোনা আইসোলেশন কেন্দ্রে যে সকল উপকরণ হস্তান্তর করা হয় তিনি তারও খোজখবর নেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম জানান, এমপি’র পক্ষ থেকে তার কাছে ১০ টি অক্সিজেন সিলিন্ডার, ১০ টি সোলার মিটার ও ১৩ পিস পি,পি,ই হস্তান্তর করা হয়েছে। এছাড়াও শ্রীনগর উপজেলা পরিষদে ১ টি ও শ্রীনগর থানায় ১ টি জীবানুণাশক স্প্রে মেশিন, ১৫ পিস পি,পি,ই, শ্রীনগর ফায়ার সার্ভিসে ৭ পিস পি,পি,ই ও শ্রীনগর প্রেসক্লাবের জন্য ৫ পিস পি,পি,ই প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা পরিষদের চেয়াম্যান মশিউর রহমান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আইসোলেশন কেন্দ্রের স্বেচ্ছাসেবক কমিটির সাধারণ সম্পাদক নিশাত সিকদার, যুব বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, যুবধারার কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম নিশি, সাবেক এপি.এস জিল্লুর রহমান, শ্রীনগর উপজেলা যুব ধারার আহবায়ক আলমগীর কবির, যুবধারা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, নূর হোসেন সুমন, জহিরখান অটল, শামীম আহাম্মেদ, আমিনুল ইসলাম শ্যামল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com