শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদী থেকে রেহানা আকতার ( ৩৫ ) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।। তিনি মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী। আজ সোমবার (২৩ জুলাই) বিকালে লাশটি উদ্ধার করা হয়েছে।
মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয় ভোর রাতে পার্শবর্তী কোদলা নদীতে গোসল করতে যান রেহানা আকতার। পরে তার খোঁজ পাওয়া যায় না। বিকালে নদীতে লাশ দেখে পুলিশে খরব দেওয়া হয়। ওসি আরো জানান, লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। পোষ্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। ওই নারীর দুটি সন্তান আছে।