বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলোতে আধুনিকতা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে নতুন ইউনিফর্ম চালু করছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানান, লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরবে, পরে ধাপে ধাপে রেঞ্জ ও জেলা পর্যায়ের সদস্যদের কাছেও এটি পৌঁছাবে।

নতুন ইউনিফর্ম প্রথম ধাপে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যদের জন্য চালু করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি, জুলাই গণ-অভ্যুত্থানের পর গৃহীত বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-এর ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, নতুন ইউনিফর্মটি আধুনিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহির প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ বাহিনীকে সময়োপযোগী, আস্থাশীল ও দৃঢ় ইমেজে উপস্থাপন করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন পোশাক শুধু রঙ বা ডিজাইনের পরিবর্তন নয়, এটি পুলিশের মানসিকতা ও সাংগঠনিক সংস্কৃতির নবযাত্রার প্রতীক।

নতুন পোশাকে ব্যবহৃত হবে উন্নত মানের কাপড়, আরামদায়ক ফিটিং এবং আন্তর্জাতিক মানের ডিজাইন, যাতে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাজের উপযোগিতা ও মর্যাদাবোধ বজায় থাকে। ধাপে ধাপে জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ সদস্যরাও এই নতুন ইউনিফর্মে যুক্ত হবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com