শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

আবারও ময়মনসিংহের নতুন মেয়র হলেন টিটু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ : ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ইকরামুল হক টিটু। এর ফলে ময়মনসিংহবাসী দ্বিতীয়বারের মতো পেল নতুন মেয়র।

১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট ও তার নিটকতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি হাতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

জানা গেছে, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com