শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেছেন স্কুল শিক্ষিক ফারজানা আহমেদ দম্পতি।
এসময় তিনি অভিযোগ করে বলেন, শহরের চন্ডিবের গ্রামের নিলুফা জাহান লিপি তার কাছে ৭০ লাখ টাকা পাবেন বলে দাবি করে আদালতে একটি চেক ডিজঅনার মামলা দায়েরের মাধ্যমে তাকে হয়রানী করছেন। একই সঙ্গে সমাজে অপপ্রচার করে তার মানসন্মান নষ্ট করছেন।
শিক্ষিকা ফারজানার দাবী, প্রকৃত সত্য ঘটনা হলো- আমি শিক্ষকতার পাশাপাশি আমার স্বামীকে দিয়ে ভৈরবে স্বপ্ন নামের একটি শো-রুম করেছি। নিলুফা জাহান লিপি আমার পরিচিত হওয়ার সুবাদে তার সাথে আলোচনা করে তাকে ব্যবসায়ীক পাটনার হিসেবে ৩০% অংশীদার করার কথা দিয়ে ৩০ লাখ টাকা গ্রহন করি। যা স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করা আছে। তাকে পাটনার করার পর থেকে প্রতিমাসে দোকানের মালামাল বিক্রি বাবদ মুনাফাও দেয়া হয়। এরই মধ্যে তার সাথে আমার ব্যবসায়ীক ঝামেলা হলে নিলুফা জাহান লিপি স্থানীয় কিছু উছৃংখল লোকসহ তার ছেলেকে নিয়ে আমার বাসায় হামলা করে এবং জোরপূর্বক আমার ব্যাংক হিসাবের একটি খালি চেক নিয়ে যায়। এরই মধ্যে আমাদের দোকানের অর্থ্যৎ স্বপ্ন কর্তৃপক্ষের সাথে চুক্তি ২০২৫ সালে শেষ হয়ে যায়। ফলে আমি লোকসানে পড়ে যায়। কিন্তু সে আমার সাথে হিসাব নিয়ে না বসে আদালতে ৭০ লাখ টাকা পাবে দাবি বলে মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে নিলুফা জাহান লিপির অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন।
এর আগে গেল বুধবার নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপি স্কুল শিক্ষিকা ফারজানা আহমেদ দম্পতির বিরুদ্ধে ব্যবসার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে।