রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পর্যায়ের জন প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হাসানুল হোসাইন, উপজেলা প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল আহম্মেদ,ভারাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।