রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ভালুকায় ডায়মন্ড লাইফের ১৫ লক্ষ টাকার এসবি বোনাসের চেক বিতরণ ও আলোচনা সভা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিয়ন্ত্রীত ‘ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র স্কয়ার মাষ্টার বাড়ী সার্ভিসিং সেল অফিস কর্তৃক আয়োজিত ১৫ লক্ষ টাকার এস বি বোনাসের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ী শিল্পাঞ্চল খ্যাত স্কয়ার মাস্টার বাড়ী সার্ভিসিং সেল কার্যালয়ে কোম্পনীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজু আহাম্মেদ সরকারের সভাপতিত্বে ১৫ লক্ষ টাকার এসবি বোনাস বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর প্রধান নির্বাহী পরিচালক পিপলু বিশ্বাস, বিশেষ আলোচক ছিলেন কোম্পনীর সি.এফ.ও মাহাবুব আলম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক খোলা কাগজের ভালুকা প্রতিনিধি মোঃ আল-আমিন, গড়গড়িয়া মাস্টার বাড়ী সার্ভিসিং সেল কার্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা আমীন, শাহাজুল ইসলাম শান্ত, শাহ আলম আকন্দ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কোম্পানীর পক্ষ গ্রাহকদের মধ্যে ১৫ লক্ষ টাকার এসবি বোনাসের চেক তুলে দেন প্রধান অতিথি ও প্রধান আলোচক। অনুষ্ঠানে অতিথিগণকে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com